লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবক। বক্তারা অভিযোগ করেন, বহিষ্কৃত প্রধান শিক্ষক জসিম উদ্দিন নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণের কারণে শিক্ষক হিসেবে অযোগ্য।
দশম শ্রেণির শিক্ষার্থী মিতু বলেন, “মাত্র ৫ টাকার জন্য তিনি শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিতেন। এমনকি বই দেওয়ার সময়ও অতিরিক্ত টাকা দাবি করতেন। একজন শিক্ষক যদি দুর্নীতিবাজ ও লোভী হন, তবে তিনি শিক্ষার পরিবেশ নষ্ট করেন।”
অন্য শিক্ষার্থীরা অভিযোগ করেন, জসিম উদ্দিন বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনে হুমকি দিচ্ছেন এবং পুনরায় বিদ্যালয়ে যোগদানের চেষ্টা চালাচ্ছেন।
অভিভাবক আব্দুল মমিন বলেন, “তার আচরণ ও কর্মকাণ্ডে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাই অতিষ্ঠ ছিলেন। বর্তমানে বিদ্যালয়ে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তাই তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা ছাড়া বিকল্প নেই।”
সহকারী শিক্ষক আজহারুল ইসলাম বাবু বলেন, “তিনি আমাদের জিম্মি করে বিদ্যালয় চালাতেন। আবার দায়িত্ব পেলে দুর্নীতির পরিবেশ ফিরে আসবে।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বহিষ্কৃত প্রধান শিক্ষক নানা কৌশলে বিদ্যালয়ে ফেরার চেষ্টা করছেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, যদি তিনি ফিরে আসেন তবে শিক্ষার্থীদের হয়রানি, আর্থিক অনিয়ম ও দুর্নীতি আবারও শুরু হবে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করে জসিম উদ্দিনের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট নানা অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেন। তবে তিনি এখনও পুনরায় যোগদানের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।