ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফজিলাতুন নাহার কর্তৃক হিজাব পরিহিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ধুনট রোড মোড়ে ঢাকা–বগুড়া মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভানেত্রী জাকিয়া সুলতানা জান্নাতী, সেক্রেটারি তাজরী নাহার, নেত্রী মাহফুজা আন নূরী, নিপা খাতুন, নায়েলা তাসনিম প্রমুখ।
সভানেত্রী জাকিয়া সুলতানা জান্নাতী বলেন, হিজাব মুসলিম নারীর পরিচয় এবং ধর্মীয় অনুশাসনের অংশ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকারে হস্তক্ষেপের শামিল। আমরা এমন নীতি কোনোভাবেই মেনে নিতে পারি না।”
সেক্রেটারি তাজরী নাহার বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন বাধাগ্রস্ত করা দেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা অবিলম্বে শিক্ষিকা ফজিলাতুন নাহারের পদত্যাগ দাবি করছি এবং তাকে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
ছাত্রীসংস্থার নেত্রীরা আরও বলেন, দেশে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে জাতীয় পর্যায়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি। তারা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিধানের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।