চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি হারিয়ে গেছে অনেকদিন ধরে। তবে এবার দেশের বাইরে নতুন একটি টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশের একটি দল।
পাঁচ দেশ থেকে পাঁচটি দলের টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাবে রংপুর রাইডার্স। আজ সোমবার বিসিবির বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘একটা দল ওয়েস্ট ইন্ডিজ থেকে অফার পেয়েছে। পাঁচটা দেশ থেকে আসবে। আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন দলকে অফার করেছি। পরে তারা রাজি না হওয়ায় সেমিফাইনালের একটা দল ঠিক করেছি। ’ সেই দলটির নাম জানতে চাইলে, রংপুরের নাম বলেন ফারুক।