রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রিয়াদ উপজেলার ১ম ও রিশাদ ৪র্থ স্থান অর্জন করেছে এসএসসিতে জমজ ভাইয়ের কৃতিত্বে আনন্দিত পরিবার লালপুরে আম পাড়াকে কেন্দ্র গুলিবর্ষণের ঘটনায় আটক-২ নাটোরে অবৈধ দেশীয় মদ উৎপাদন বন্ধে সেনা অভিযান: আটক -৪ বিদ্যুতের টাওয়ার চুরির সময় স্থানীয়দের হাতে চোর আটক ,২০ হাজার টাকার বিনিময়ে মুক্ত সিরাজগঞ্জে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দলিল ও খারিজ করার অভিযোগ বেলকুচিতে সন্ত্রাস-চাদাবাঁজির বিরুদ্ধে বিক্ষোভ সলঙ্গায় বৌভাতের দিন স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রথম স্ত্রীর আহাজারি নাগেশ্বরীতে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি,গ্রেফতার ২ ফেনীর পরশুরামে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ

মানুষ শয়তানের চেয়ে শক্তিশালী : তাসনিয়া ফারিণ

অনলাইন ডেস্ক: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২:৪১ অপরাহ্ন
মানুষ শয়তানের চেয়ে শক্তিশালী : তাসনিয়া ফারিণ

আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে? শনিবার (১২ অক্টোবর) ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

হঠাৎ ফারিণ এমন স্ট্যাটাস কেন দিলেন প্রশ্ন উঠতে পারে। এর পেছনে একটি কারণও রয়েছে। ১০ অক্টোবর থেকে অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ ‘চক্র’ একটি ওটিটি প্লাটফরমে প্রদর্শিত হচ্ছে। আগেও একাধিক ওয়েব ফিল্মে দেখা গেছে তাকে। এছাড়া কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন ফারিণ।

তবে দেশীয় কনটেন্ট ‘চক্র’ নিয়ে তার নানা অভিজ্ঞতা হয়েছে। আর সেকারণে শয়তানের বিষয়টি সামনে আনলেন তিনি। ইতিমধ্যে সবাই জেনেছেন সত্য ঘটনাবলম্বনে নির্মিত সিরিজটি। কিন্তু কাজটি করতে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হয়েছে ফারিণকে।

কাজটি করার সময় কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। প্রায় তিন বছর আগে ‘চক্র’ একটি টেলিভিশন সিরিয়াল হিসেবে নির্মিত হলেও শেষ পর্যন্ত ওটিটিতে প্রকাশিত হলো। তেমনি শুটিং করার সময়ও শিল্পীদের অনেকেই বিপদের সম্মুখীন হয়েছেন।

ফারিণ বলেছিলেন, আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়। শুটিং চলার সময় একবার আমি কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ের পা ভেঙে যায়। এছাড়া শুটিংয়ের সময়ে প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনও পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পেয়েছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না।

বলে রাখা ভালো, ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেন। তোলপাড় তোলা সেই ঘটনা নিয়েই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ‘চক্র’ ওয়েব সিরিজের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। আরও রয়েছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহানসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir