সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে শিশু কন্যাকে হত্যার পর বস্তাবন্দী করে পালাল সৎমা শিগগিরই ‘শক্তিশালী আন্দোলন’ শুরু হবে: নাহিদ টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা পুরান ঢাকায় সোহাগ হত্যা; আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: আনসার ডিজি আবারও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হতে পারে:স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অভিযান চলবে-জেলা প্রশাসক নুসরাত সুলতানা  টাঙ্গাইলে ঘাটাইলের জোরদিগিতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা  বিএনপির বিরুদ্ধে  ষড়যন্ত্রের প্রতিবাদে  কাজিপুরে বিক্ষোভ মিশিল  

বাহিনীর সকল কর্মপরিকল্পনা ও সংস্কার মাটি ও মানুষের স্বার্থে: চট্টগ্রামে আনসারের ডিজি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার ভিডিপি বাহিনীর প্রতিটি কর্মপরিকল্পনা ও চলমান সংস্কার কার্যক্রম হবে মাটি ও মানুষের স্বার্থে।

তিনি আরো বলেন, বাইরের কোন অনিয়মতান্ত্রিক প্রভাবকের ভিত্তিতে বা গড্ডালিকা প্রবাহে দিনাতিপাত নয় বরং পেশাগত দক্ষতা অর্জন, নৈতিকতা,ও বাহিনীর সমৃদ্ধিতে ভূমিকা রাখার ভিত্তিতে নির্ধারিত হবে পদোন্নতি বা দায়িত্বপ্রাপ্তির উপযুক্ততা।

বুধবার (২২ জানুয়ারি) বাহিনীর চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় তিনি এ কথা বলেন। এ সময় নতুন শতাব্দীর হাইব্রিড চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর বিভিন্ন স্তর ভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী আগামী দিনের পথ পরিক্রমা ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

গুরুত্বপূর্ণ এ সফরে দীর্ঘদিনের বৈষম্য দুর করার উদ্যোগ হিসেবে চট্টগ্রাম জেলার প্রশাসনিক, উত্তর ও দক্ষিণ জোনের সরকারি বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত আনসার সদস্য-সদস্যাদের মাঝে ৫ হাজার ৭৪৩ টি কম্বল বিতরণ করেন। এই ধারাবাহিকতায় সারাদেশে অঙ্গীভূত আনসার সদস্যদের কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে অঙ্গীভূত আনসারদের স্বাস্থ্য, রেশন ও পেনশানসহ অন্যান্য বৈষম্য ও দুর্দশার ক্ষেত্রসমুহ সমাধানের প্রক্রিয়া শীঘ্রই দৃশ্যমান করার আশা ব্যক্ত করেন।
ভিডিপি/টিডিপি দলনেতাসহ সদস্যদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া বা কর্মসংস্থানের সুযোগ তৈরির সার্বিক ব্যবস্হাপনা ও সমন্বিত কার্যক্রম চুড়ান্ত পর্যায়ে। আনসার ও ভিডিপি সদস্যদের যার যার নিজ ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা ও স্বীয় গন্ডিতেই সমৃদ্ধি সুনিশ্চিত করার মানসিকতা পরিবর্তনের প্রতি বাহিনী প্রধান গুরুত্ব আরোপ করেন।

মৌলিক চাহিদা পূরণে সকল পর্যায়ের কমান্ডারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করে মহাপরিচালক বলেন,বাহিনীর প্রতিটি সদস্যের সুবিধা -অসুবিধার বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে নিজেদের ভূমিকা পর্যালোচনার সময় এসেছে। অধীনস্থদের কষ্টার্জিত বেতন, ভাতা ছুটি ও রেশন এর বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

তিনি আরও বলেন ভিডিপি সদস্য সদস্যাদের কে অবশ্যই দেশ গড়ার ও জনগণের সেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের নিরাপত্তার যে কাঠামোগুলো রয়েছে সেখানে অবদান রাখতে হবে।

সামাজিক নিরাপত্তা উন্নয়নে অবদান রাখার মাধ্যমে এ বাহিনীর যোগ্য প্রতিনিধি হিসেবে স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে। সীমান্তের চলমান পরিস্থিতিসহ দেশের যে কোন প্রান্তের সামাজিক নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের সাহায্যকারীর ভূমিকায় সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের পরিকল্পিত প্রশিক্ষণ কর্মসূচি তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির কর্মপরিকল্পনা সন্দেহাতীতভাবে আর্থ-সামাজিক পরিমন্ডলে সুফল বয়ে আনার পথকে সুগম করবে।

অনুষ্ঠানে ড. মো. সাইফুর রহমান, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন পদবীর ৮০০ জন সর্বস্তরের আনসার ভিডিপি কর্মকর্তা-কর্মচারী ও দলনেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir