রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রিয়াদ উপজেলার ১ম ও রিশাদ ৪র্থ স্থান অর্জন করেছে এসএসসিতে জমজ ভাইয়ের কৃতিত্বে আনন্দিত পরিবার লালপুরে আম পাড়াকে কেন্দ্র গুলিবর্ষণের ঘটনায় আটক-২ নাটোরে অবৈধ দেশীয় মদ উৎপাদন বন্ধে সেনা অভিযান: আটক -৪ বিদ্যুতের টাওয়ার চুরির সময় স্থানীয়দের হাতে চোর আটক ,২০ হাজার টাকার বিনিময়ে মুক্ত সিরাজগঞ্জে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দলিল ও খারিজ করার অভিযোগ বেলকুচিতে সন্ত্রাস-চাদাবাঁজির বিরুদ্ধে বিক্ষোভ সলঙ্গায় বৌভাতের দিন স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রথম স্ত্রীর আহাজারি নাগেশ্বরীতে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি,গ্রেফতার ২ ফেনীর পরশুরামে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ

পৌর এলাকা গয়লায় দু’পক্ষে সংঘর্ষে আজম আলীর প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুটপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা দুই গ্র“পের সংঘর্ষের জেরে মো: আজম আলী অরফে আজমত (৫১) এর বাড়ী-ঘর ও দোকান ও গোডাউন ভাংচুর প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এঘটনায় গয়লা উত্তরপাড়া গ্রামের মৃত লালচান সেখ এর ছেলে ব্যাবসায়ী মো: আজম আলী ওরফে ( আজমত) বাদী হয়ে গত ১৬ জুন ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ সদর থানায় ৩১ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরে করেন।

ব্যাবসায়ী মো: আজম আলী ( আজমত) জানান, আসামীদের বাড়ী ও আমার বাড়ী একই গ্রামে। আমি আমার নিজ বাড়ীর সামনে ভাঙ্গারীর দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করি। আসামীরা উশৃংখল এবং বেপরোয়া প্রকৃতির ব্যক্তি। আসামীরা এলাকায় বিরোধ সৃষ্টি করে মারামারি, সংঘর্ষ করে বিভিন্ন দোকান ও বাড়ী-ঘরে হামলা করে লুটপাট করে থাকে। আমাদের গ্রামে আসামীরা কিছু উশৃংখল লোকজনের সহায়তায় কলহ বিবাদ সৃষ্টি করে এলাকার আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটায়। এমনি অবস্থা চলাকালীন আসামীরা গ্রামের মধ্যে উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে আমাদের গ্রামের মসজিদ ঘর ভাংচুর করে মসিজদ থেকে বিষয়টি মাইকে প্রচার করে। এঅবস্থা চলাকালে সকল আসামীরা অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় গত ইং ১৫/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ৫ ঘটিকার সময় পূর্বপরিকল্পিত ভাবে হাতে রামদা, ছোড়া, হকিস্টিক, লোহার রড, লাঠি, পেট্রোল বোমা ইত্যাদি দেশীয় অস্ত্র-সন্ত্র সহকারে সন্ত্রাসী কায়দায় আমার বসত বাড়ীতে আক্রমন করে বাড়ী-ঘর ও দোকান ও গোডাউন ভাংচুর করে ও তছনছ করে ব্যাপক অর্থিক ক্ষতি করে। আসামীরা আমার দোকান ও আমার ভাতিজাদের বসত ঘরে ঢুকে তছনছ করে ঘরে থাকা সাংসারিক যাবতীয় জিনিষপত্র, ৬ ভড়ি স্বর্ণের গহনা যাহার মূল্য অনুমান ১০ লক্ষ টাকা, ২টি টিভি, ৩টি ফ্রিজ ও আনুসাঙ্গিক সাংসারিক মালামাল লুট করে মাথায় করে নিয়া যায়। এছারা আসামীরা আমার দোকানে থাকা প্রায় ২০/২২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়া যায়। আমার দোকান ও আমার ভাতিজাদের বাড়ীতে পেট্রোল বোম ছুড়িয়া দোকান ও বাড়ীতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণরূপে পুড়ে ভস্মিভূত করে। এত আমার প্রায় ৩০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে আসামীরা আমাদের সন্ত্রাসী কায়দায় আক্রমন করে হত্যার হুমকি দিলে আমরা কোন প্রকারে পালিয়ে জীবনে রক্ষা পাই। এসময় আশেপাশের সময় শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনা দেখলেও আসামীদের ভয়ে কেহ বাধা দিতে সাহস পায় নাই। তাই আমি উপযুক্ত বিচার পাবো বলে প্রশাসনের নিকট আকুল আবেদন করছি।

মামলার আসামীরা হলেন- গয়লা গ্রামের মো: গোলাম মোস্তফা ওরফে গোলাম ড্রাইভার (৫৫) পিতা মৃত মাজম সেখ, মো: লিটন ড্রাইভার (৪৫) পিতা মো: ফরিদ সেখ, মো: রায়হান (২৫) পিতা মো: ফারুক, মো: আলম দোকানদার (৪৪) মো: আরজু (৩৫) উভয় পিতা মানিক ওরফে চেঙ্গু, মো: মুক্তা (৪২) পিতা হারু, মোঃ নাঈম (২৫) মো: দীপ (২৬) উভয় পিতা মো: লিটন ড্রাইভার, মো: সুজন (৪২) পিতা মৃত চান মিয়া, দেলশাদ ওরফে দেলু (৪৩) পিতা মৃত হযরত আলী, মো: ফেরদৌস (২৮) মো: শিমুল (২২) উভয় পিতা তৌহিদ, মো: হেলাল (৩০) পিতা আ: রাজ্জাক, মোঃ রিপন (২৫) পিতা বাবু ড্রাইভার, মো: দুখু (৪২) পিতা কাদের ড্রাইভার, মো: জীবন (৩২) পিতা অজ্ঞাত, মাতা নয়ন, মো: রাকেশ (২৮) পিতা তৌহিদ, মো: বিপ্লব (৪৮) পিতা মৃত খোরশেদ মো: গাজী (৪৫) পিতা সাঈদ মো: আমিনুল (৪০) পিতা আয়নাল সেখ, মোঃ আনোয়ার হোসেন (৩৫) পিতা মৃত ফজলু, মো: আমিনুল ইসলাম (চায়ের দোকানদার) (৪৫) পিতা পূন্ন, মো: আনোয়ার দোকানদার (৪৩) পিতা মৃত নূরুল ইসলাম, মো: ইনসাফুর রহমান সমাজ (৪০) পিতা মৃত খোরশেদ আলম, মো: বাচ্চু (৫০) পিতা মৃত মাজম আলী, মো: নজরুল ইসলাম (৫০) পিতা মৃত বদিউজ্জামান, মো: নিঝু (৩৫) পিতা মো: সোরাই, মো: জয় (২৫) মো: জিন্নাহ (২৩) উভয় পিতা মো: নজরুল ইসলাম, মো: মিলন (৪৬) পিতা নূর হোসেন ওরফে মন্টু, সকলের সাং-গয়লাসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলা দয়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সেপেক্টর এসএম ইশতিয়াক জানান, গয়লা উত্তরপাড়া গ্রামের ব্যবসায় মো: আজম আলী অরফে আজমত বাদী হয়ে একটি মামলা দায়েরে করা হয়েছে। এঘটনায় সন্ধেমূলক তিন জনকে আটক করে আদালতে পেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মোখলেছুর রহমান বলেন, গয়লার সংর্ঘষের ঘটনায় ব্যবসায় মো: আজম আলী একটি মামলা দয়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir