নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের গজারিয়ায় বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশায় থাকা একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ- কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার গজারিয়া এলাকার অনিক ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল সদর উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্রামের নরেশের ছেলে। সে পেশায় মাছ ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি উজ্জলকে নিয়ে সীমান্ত বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান উজ্জল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চালককে হাসপাতালে নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।