রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

পাকিস্তানি অভিনেত্রীর দাবি, কালো জাদু করে খেলায় জিতেছে ভারত

রিপোর্টারের নাম / ২৭৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৯:০২ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:
নিজেদের দেশে ওয়ানডে বিশ্বকাপ আসরে টানা ৮টি ম্যাচে জয় লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় খেলোয়াড়দের নৈপুণ্য মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমিদের। তবে পাকিস্তানি এক অভিনেত্রী দাবি করেছেন- কালো জাদু করে জয় লাভ করেছে ভারত।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। মূলত, এটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানের ভিডিও। তাতে দেখা যায়, এ অনুষ্ঠানে পাকিস্তানি কমেডিয়ান আহমেদ আলী বাটের সঙ্গে রয়েছেন অভিনেত্রী-টিকটকার হারিম শাহ। এক প্রশ্নের উত্তরে পাকিস্তানি অভিনেত্রী হারিম শাহ বলেন, ‘ওরা কালো জাদু করে জিতেছে। জেতার জন্য ওরা সব কিছু করেছে। ওরা সব ক্ষমতাকে ব্যবহার করেছে। এসবে সবচেয়ে বেশি বিশ্বাস করে ভারতীয়রা। কুণ্ডলী মেলানো এসব আর কি।’
সঞ্চালক আহমেদ আলী পাল্টা প্রশ্ন করেন, আপনি কি এসবে বিশ্বাস করেন? জবাবে হারিম বলেন, ‘হ্যাঁ, একদম। ওরা আপনাকে হিপনোটাইজ করতে পারে। আপনার মস্তিষ্কের সঙ্গে খেলতে পারে। এসব করতে ওরা ভীষণ ওস্তাদ। আমার অনেক ভারতীয় বন্ধু আছে, তাই আমি এসব জানি।’

আহমেদ আলী এ অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন দিয়ে বলেন, ‘আমি নজর লাগার ব্যাপারে বিশ্বাসী। আমি জানি আমাদের পাকিস্তানি টিম যখন ওখানে গিয়েছে, তখন ওদের নজর লাগানো হয়েছে। ওখানকার লোকজন যখন বাবর, শাহীনকে দেখে তখনই ওদের নজর লাগে।’ পাকিস্তানি অভিনেত্রীর এমন বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা। তাদের বক্তব্য- ‘বাজে বকার একটা লিমিট থাকা দরকার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir