রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

বাবা পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, জানেন না শাহরুখকন্যা সুহানা

রিপোর্টারের নাম / ২০০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৪:২৭ অপরাহ্ন

  • বিনোদন প্রতিবেদক

‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। জয়া আখতার পরিচালিত এই চলচ্চিত্রে তার অভিনয় অনেকেরই পছন্দ হয়েছে; কেউ করেছেন নিন্দা। এবার সুহানাকে নিয়ে প্রকাশ্যেই ঠাট্টা করলেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন।

সম্প্রতি সিনেমাটির প্রচারে সদলবলে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)-তে হাজির হয়েছিলেন আর্চিস সদস্যরা। পরিচালক জয়া আখতারের পাশাপাশি ছিলেন সুহানা খান, বেদাঙ্গ রায়না, খুশি কাপুর ও অগ্যস্ত নন্দারা। সেখানে অমিতাভ বচ্চনের প্রশ্নের মুখে পড়ে রীতিমতো নাজেহাল হন সুহানা। এমনকি নিজের বাবা শাহরুখ খানের বিষয়ে একটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি এই অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমস।

খেলা চলাকালীন সুহানাকে অমিতাভ জিজ্ঞাসা করেন, পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, ইতোয়েল ডি’ওর এবং ভলপি কাপ—এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ খান পাননি? সুহানা উত্তর দেন—‘বাবা পদ্মশ্রী পাননি’। এই উত্তর শোনার পর হট সিটে বসে সুহানাকে কথা শুনিয়ে দেন অমিতাভ।

সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেননা শাহরুখ খান উল্লিখিত সম্মাননাগুলোর মধ্যে শুধু ভলপি কাপ পাননি। ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় শাহরুখকে। তাই কিছুটা রসিকতা মিশিয়েই সুহানার উদ্দেশে অমিতাভ বলেন, ‘মেয়ে তো জানেই না বাবা কোন পুরস্কার পেয়েছে, কোনটি পায়নি’। অমিতাভের কথা শুনে হেসে ওঠেন সেখানের সবাই। সুহানাও মজা হিসেবেই নিয়েছেন বিষয়টি। তবে নেটিজেনরা সুহানাকে ছেড়ে কথা বলছে না। ‘নেপোটিজম প্রোডাক্ট’ বলে তাকে কটাক্ষ করছে সোশ্যাল মিডিয়ার একাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir