রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামে বিপুল পরিমান ইয়াবা সহ এক যুবক আটক

এ এম ফাহাদ : / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৯:০০ অপরাহ্ন


চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।



শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ডিসি রোড এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. জিয়া উদ্দিন (৩৭)। সে কক্সবাজার জেলার পেকুয়া থানার হরিনাবাড়ি এলাকার রশিদ আহমদের ছেলে।


র‍্যাব জিজ্ঞাসাবাদের আসামী জানিয়েছে, কক্সবাজার জেলা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদকব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৭ লাখ ৩০ হাজার টাকা।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শরীফ-উল-আলম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে রামু, পেকুয়া, বগুড়া সদর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত মোট তিনটি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তীতে চকবাজার থানা থেকে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir