রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে উম্মে হাফছা তুহি (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উম্মে তুহি চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া বাসিন্দা স্থানীয় সংবাদকর্মী আবদুল হামিদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, অভিযুক্ত শওকত হাসান মেহেদীর (২৩) উপজেলার ফাঁসিয়াখালী ৩ নং ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে। তাকে আটকের চেষ্টা চলছে।

নিহতের পিতা আব্দুল হামিদ জানান, আট মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক এবং মানসিকভাবে আমার মেয়েকে নির্যাতন করতো সে। অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। শুক্রবার বাড়ির সব পুরুষ জুমার নামাজ আদায় করতে গেলে ফাঁকা বাড়িতে এসে শওকত আতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি চুরিকাঘাত করে আমার মেয়েকে হত্যা করে। এ সময় আমার স্ত্রী পারভীন আক্তার মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মারধর ও গুরুতর আহত করে পালিয়ে যায় সে। পরে গুরুতর আহত আমার স্ত্রীকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir