রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

কোন ভাষায় কোন চ্যানেল সম্প্রচার করবে চ্যাম্পিয়নস ট্রফি?

মো: আকাশ খান, খেলাধুলা ডেস্ক: / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

দরজায় কড়া নাড়ছে এইবারের আসরের চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্ট টির। বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ থেকে। এছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে।

ডিজিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।

তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা। স্টার স্পোর্টের চ্যানেলগুলো এবং স্পোর্টস ১৮ তে এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে।

চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। তাছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন। ট্রফি অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir