রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. বেলায়েত হোসেন ও রেশমা বেগম।
মঙ্গলবার যাত্রাবাড়ী থানা পুলিশের সদস্যরা তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১জুলাই) ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মুন্সীগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। তবে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজেদের আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।