সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ের সময় কাঠগড়া থেকে পালালেন আসামি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে : এনবিআর নাটোরের লালপুরে বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান বিদেশে উচ্চশিক্ষার লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়েছেন বিএসবির বাশার বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, চারজনকে জরিমানা ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে চাঁদাবাজ আখ্যায়িত করে মারপিটসহ মোবাইল ও টাকা লুট

ম্যাচ হেরে বাংলাদেশের প্রশংসায় লঙ্কান অধিনায়ক

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে তাই জিততেই হবে। বিকল্প কোনো উপায় ছিল না। এমন কঠিন সমীকরণে খেলতে নেমে বড় জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার ডাম্বুলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৯৪ রানে সবগুলো উইকেট হারায় শ্রীলঙ্কা। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাররা।

ম্যাচ শেষে লিটন-শামীমদের প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, ‘গ্রেট ইনিংস খেলেছেন শামীম। লিটন দাস দারুণ খেলেছেন। তবে শেষ দিকে শামীম অসাধারণ একটি ইনিংস খেলেছে (জেম অব ইনিংস)।’

এ ছাড়া লিটনের ৭৬ রান করার পথে বারবার ক্যাচ মিস করা প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘হ্যাঁ অবশ্যই (লিটনের ক্যাচ মিসে ম্যাচ হাতছাড়া হয়েছে)। এরকম ব্যাপার হতেই পারে। প্রথম ম্যাচে আমরা অনেক ভালো ফিল্ডিং করেছি। এই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে কিছু চান্স মিস করেছি। পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চাই।’

লঙ্কান অধিনায়ক আসালঙ্কা পরে জানালেন কোথায় হেরেছে দল, আমরা হেরেছি খারাপ ব্যাটিং ও বাংলাদেশের দারুণ ফিল্ডিংয়ের কারণে। আমি আগেও বলেছি, খারাপ ব্যাটিংয়ের কারণেই আমরা ম্যাচটা হারিয়েছি, গুরুত্বপূর্ণ কিছু উইকেট পড়ে গেছে। এমন (মেন্ডিসের রানআউট) ঘটনা ক্রিকেটে হতেই পারে।

ম্যাচে ৫০ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস। এছাড়া শামীম পাটোয়ারী ২৭ বলে করেন ৪৮ রান। এদিন রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir