বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ২:১৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে গোপাল চন্দ্র নামে এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার সকালে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।


সাজাপ্রাপ্ত গোপাল চন্দ্র সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।

সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের এপিপি মো. হাদীউজ্জামান শেখ (হাদী) এ বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র মামলার রায়ে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি রেজাউল করিম প্রামানিককে বেকসুর খালাস প্রদান করেন আদালত।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অভিযান চালিয়ে আটটি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলিসহ গোপালকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এ বিষয়ে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir