ভারতের কাছে হেরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে বাংলাদেশ। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো হলো না টাইগারদের। টসে হেরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুই দলই একাদশে এনেছে দুটি করে পরিবর্তন।
বাংলাদেশের একাদশে চোট কাটিয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবার আইসিসি টুর্নামেন্ট খেলতে চলেছেন পেসার নাহিদ রানা। তিনি নিয়েছেন তানজিম হাসান সাকিবের জায়গা। মাহমুদউল্লাহকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ-নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ-উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইল ও’রোর্ক।