সিরাজগঞ্জের চৌহালী কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ মো: মশকর আলী।
এসময় বগুড়া অঞ্চলের কৃষি দপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, ডিএই,কৃষিবিদ মাসুদ আহমেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাতের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজিম হোসেন, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু সহ উপ সহকারী কৃষি অফিসারগন উপস্থিত ছিলেন ।
এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ও ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করেন। তাদের উদ্বুদ্ধ করতে আধুনিক বা স্মার্ট কৃষি ফসল উৎপাদন, পুষ্টিকর শাক-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করার পরামর্শ দেওয়া হয়