বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

সিলেটে রাতে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ

সিলেট প্রতিনিধি : / ২৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন
-প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে নিখোঁজের পরদিন সকালে এক বৃদ্ধের লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার আটগ্রাম মাদারনগর এলাকার একটি ধানক্ষেতে লাশটি দেখতে পান স্থানীয়রা।

নিহতের নাম মো. মাহমুদ আলী (৬৫)। তিনি পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর মাহমুদ আলীর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন এবং তাকে বাইরে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পাশে পাওয়া যায় তার টর্চলাইট, জুতা ও একটি হ্যান্ডগ্লাভস। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

স্থানীয়দের দাবি, মাহমুদ আলীর মৃত্যু স্বাভাবিক নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

জকিগঞ্জ থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir