বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মান ডিপিপি অনুমোদন দাবিতে গন অনশন

নিজস্ব প্রতিবেদক: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন


প্রথম আলো পুড়িয়ে দিলো সচেতনমহল ও শিক্ষার্থী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মান ডিপিপি দ্রুত অনুমোদন ও পুর্নাঙ্গ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে গণঅনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। একই দাবিতে প্রতিকি গণ অনশন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও বুড়ি পোতাজিয়া গ্রামবাসিও। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মানে চলনবিলের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এমন সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রথম আলো পত্রিকা জ্বালিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাহজাদপুরের সচেতন বাসিন্দারা। এই সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পত্রিকাটি বয়কট করেন। শনিবার সকাল ১০ দিকে উপজেলার দিলরুবায় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন-৩ এর সামনে এই কর্মসূচি পালন করা হয়।

গণ অনশন ও প্রতিকি গণ অনশন কর্মসুচিতে চলাকালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য ৯ বছরে ৮ বার ডিপিপি জমা দেয়া হয়েছে। সর্বশেষ রবীন্দ্র ঠাকুরের ১শ একর জায়গার উপর ৫শ ১৯ কোটি টাকার ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ২৬ শে জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক, রেলপথ ও যমুনা সেতু অবরোধ করা হয়। এতে জনগণের ভোগান্তি হয়েছে। আমরা আর জনসাধারণের ভোগান্তিবাড়াতে চাই না, অনশনের মধ্যে দিয়ে নিজেদের জীবন দিয়ে হলেও ক্যাম্পাস আদায় করবো। আগামীকাল ১৭ই আগস্ট একনেক সভায় ডিপিপি অনুমোদন না হলে আমরন অনশনে বাধ্য হবো। এদিকে, শিক্ষার্থীদের গণঅনশন কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয়য় সদস্য সচিব সাইফ মুস্তাফিজ অংশগ্রহন এবং সংহতি জানিয়ে সরকারের নিকট দ্রুত শিক্ষার্থীদের দাবি পুরনের করার আহ্বান জানিয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত অনুমোদনের নিমিত্ত আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিভিন্ন প্রকারের শান্তিপূর্ণ কর্মসুচি পালন করে চলেছি। আমাদের এই কর্মসূচি প্রকল্পটি একনেক-এ পাস না হওয়া পর্যন্ত চলমান থাকবে। আগামী ১৭ অগাস্ট একনেক এর সভা রয়েছে। আমরা সেদিন ক্যাম্পাসে অবস্থান করব। যদি দেখি একনেক-এ পাস না হয়, তাহলে আমরা তাৎক্ষণিক লাগাতার আন্দোলনে চলে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir