মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপির অনুমোদন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন


সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। এ সংবাদে আমরণ অনশন ভেঙে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৭ আগস্ট) দুপুর সোয়া ২টার আন্দোলনরত শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সবাই মিলে শিক্ষার্থীদের অনশন ভাঙান এবং শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।


তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ৫১৯ কোটি টাকার ডিপিপি অনুমোদন হওয়ায় সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান তিনি।


উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, অনেক আন্দোলন সংগ্রামের ফল এই ডিপিপি। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে। এ সময় তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।


৯ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ২৩ জুলাই থেকে লাগাতার আন্দোলন করে আসছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। এ অবস্থায় গতকাল শনিবার (১৬ আগস্ট) দুপুর ১১টা থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। দীর্ঘ ২৭ ঘন্টা পর একনেকে ডিপিপি অনুমোদন হওয়ার পর অনশন ভাঙ্গেন শিক্ষার্থীরা।


অনশন চলাকালে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের অনশনস্থলেই চিকিৎসা নিতে দেখা যায়। আজ রবিবার দুপুরে একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের সংবাদ পাওয়ার পর শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং টানা আন্দোলনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir