তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দল ওই প্রস্তুতি সভার আয়োজন করেন।
উক্ত সভায় তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস । এতে বক্তব্য রাখেন, জেলা স্বোচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, সিনিয়র যুগ্ম সদায়ক আহসান হাবিব উজ্জল, যুগ্ম আদায়ক ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব হাসান মির্জা।
এ সময় বক্তাগণ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল ও স্বার্থক করার জন্য নেতা-কর্মীদের দিক নির্দেশনা দেন এবং স্বেচ্ছাসেবক দলের সুনাম ও গৌরব অক্ষুন্ন রাখার জন্য নেতা-কর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন।