বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি ঢাকা মহানগর ২২ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.মিজানুর রহমান (৩৯),কে গ্রেফতার করেছে সিআইডি।
রবিবার (২৪ আগস্ট) রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান।
জসীম উদ্দিন খান জানান, আজ দুপুর ২টায় সিআইডি’র ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মো.মিজানুর রহমান (৩৯) ঢাকা মহানগর ২২ নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
অভিযোগ রয়েছে, তিনি আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিল এলাকায় ছাত্রদের বিরোধিতায় নাশকতা এবং বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, মিজানুর রহমান স্বীকার করেছেন, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন।
আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান তিনি।
অপরাধ প্রতিরোধে সিআইডির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান এই কর্মকর্তা।