মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

চীনে আসছে ‘গর্ভবতী’ রোবট, মানবশিশু জন্ম দেবে যন্ত্র!

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
-প্রতীকী ছবি

চীনা বিজ্ঞানীরা তৈরি করছেন এমন এক হিউম্যানয়েড রোবট, যা কৃত্রিম গর্ভাশয় বহন করে মানবশিশুকে জন্ম দিতে সক্ষম হবে।

এই কৃত্রিম গর্ভাশয় মানুষের গর্ভের পরিবেশ অনুকরণ করবে। থাকবে কৃত্রিম অ্যামনিয়োটিক ফ্লুইড ও নাড়ির মতো নালী। ২০১৭ সালে মার্কিন গবেষকরা অকালজাত ভেড়ার বাচ্চাকে “বায়োব্যাগে” জীবিত রেখেছিলেন; তবে চীনের লক্ষ্য আরও বড়- মানব শিশুকে পূর্ণ সময় পর্যন্ত বহন করা।

এই প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ ধরা হচ্ছে প্রায় ১ লাখ ইউয়ান, যা সারোগেসির তুলনায় সস্তা। বন্ধ্যত্ব বাড়ায় এর প্রতি আগ্রহ বাড়ছে। তবে সমালোচকদের মতে, এতে মাতৃত্বের মানসিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সন্তান জন্ম দেওয়া ব্যবসায়িক পণ্যে পরিণত হতে পারে।

২০২৬ সালেই হয়তো পৃথিবী প্রথমবার এমন এক শিশুকে দেখবে, যার জন্ম কোনও নারীর গর্ভে নয় বরং একটি যন্ত্রে। এটি উন্নতির প্রতীক হবে নাকি ডিস্টোপিয়ান ভবিষ্যতের পূর্বাভাস- তা নির্ভর করবে সমাজের দৃষ্টিভঙ্গির ওপর।

তথ্য সূত্র- ডেইলি গ্যালাক্সি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir