কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে মিলন (২২) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার ভোররাতে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালীটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদার সাথে শ্বাশুড়ির কোন বনিবনা হচ্ছিলো না। প্রতিদিনই পরস্পরের মধ্যে ঝগড়া ঝাটি লেগেই থাকত। এরই জেরে রবিবার রাতে ঝগড়ার কারনে পরিবারের লোকজন মিলনকে কড়া শাসন করে। এরপর সোমবার ভোররাতে ওই যুবক সবার অজান্তে শোবার ঘরের ফ্যানের সাথে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় নিহতের স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ দাফন করে স্বজনরা।