বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

২৪ টাকা কেজিতে আটা কিনতে পারবে জনগণ

নিজস্ব প্রতিবেদক: / ১২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন


আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতি কর্মদিবসে ভর্তুকি মূল্যে আটা বিক্রি করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

বর্তমানে সারাদেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা/উপজেলা, জেলা সদর পৌরসভা) চলমান খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস সাধারণ) কার্যক্রমে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রির পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতি কর্মদিবসে এক মেট্রিক টন আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

জনগণ নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir