বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
- ইরান ও অস্ট্রেলিয়ার পতাকা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের জেরে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অস্ট্রেলিয়ার এই অভিযোগ প্রত্যাখান করেন।

তিনি বলেন, কূটনৈতিক পর্যায়ে যেকোনও অনুপযুক্ত ও অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ কিছু ঘটনায় প্রভাবিত হয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে সপ্তাহান্তে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ অন্যতম। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ইহুদিবাদী শাসনব্যবস্থার ওপর যে সীমিত সমালোচনা করা হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, গত অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে আগুন দেওয়ার পেছনে ইরানের হাত ছিল। এছাড়া ডিসেম্বরে মেলবোর্নে হামলার জন্যও ইরানকে দায়ী করেন তিনি। তবে ওই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আল জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার আচরণকে শত্রুতার ধারাবাহিকতা হিসেবে অভিহিত করেছেন। আরও বলেছেন, অস্ট্রেলিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ২০২৪ সালে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রতিশোধমূলক আক্রমণের পর দেশটির ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir