দিনাজপুরের খানসামা উপজেলার দুবলিয়া আশার আলো যুব কল্যাণ সংস্থার উদ্যোগে গাছ বিতরণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ওই এলাকায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মুকুল চন্দ্র রায় ও অন্যান্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিতরণকালে কমলা, মাল্টা ও লিচু জাতের ৫০টি চারা গাছ বিতরণ করা হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ফলজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও স্থানীয়দের আয়ের সুযোগ বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। গাছগুলো বেড়ে উঠলে একদিকে ফলের চাহিদা মেটাবে, অন্যদিকে সবুজ পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।