মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে বাংলাদেশ। গত দুই বছরে বৈধ পথে দেশটিতে প্রবেশ করেছে প্রায় সাড়ে চার লাখের বেশি বাংলাদেশি।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, করোনা-পরবর্তী সময়ে সীমান্ত খুলে দেওয়ার পর ২০২২ সালে ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করে। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন প্ল্যান–এর আওতায় প্রায় ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি শ্রমিক দেশটিতে যোগ দেয়।
তিনি আরও জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের রেকর্ড অনুযায়ী সক্রিয় বাংলাদেশি ভিসা পাস (টেম্পোরারি এমপ্লয়মেন্ট)ধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন। যা দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ। ফলে শ্রমিক সরবরাহে বাংলাদেশ এখন মালয়েশিয়ার শীর্ষ উৎস।
অন্যদিকে, ২০২২ সালে মোট ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সময়ে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকার অপরাধে ৭৯০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।