সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকালে কলেজ চত্বরে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে নবাগত শিক্ষার্থীদের ফুল ও নববর্ষের ক্যালেন্ডার দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর মোঃ রেজাউল করিম।
অধ্যক্ষ নবীনদের উদ্দেশ্য বলেন, “আমরা তােমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ আবেগে, ভালােবাসার আশ্বাসে একান্ত নিবিড় করে গ্রহণ করলাম।তােমাদের আগমন শুভ হােক। এই শিক্ষায়তনের উন্মুক্ত অঙ্গনে তােমরা জীবন বিকাশে সক্ষম হও, সফল হও — এটাই আমাদের একান্ত কামনা।
এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময় হোক। এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হও। যৌবনের আলোয় আলোকিত হোক তোমাদের ভুবন আমরা এই প্রত্যাশা করছি।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান – শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ড. মোহাম্মদ আবুল বাশার ।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসান।এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড.আব্দুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুবুল আলম,পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ,ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাসিব,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন ও অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য প্রভাষক শিবু চন্দ্র অধিকারী,রঞ্জিত কুমার রায়,তানজিলা আক্তার পুথি, সোহনা শারমিন শম্পা সহ অন্যান্য প্রভাষক গন।সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে কেরাত,হামদ,নাত,কবিতা আবৃত্তি, উপস্থিতি বক্তৃতা, তাৎক্ষণিক অভিনয়, নৃত্য ও সংগীত পরিবেশন। পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।