সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহবায়ক পদে শরিফুল ইসলাম মজনু ও সদস্য সচিব ইয়াছিন আরাফাতকে নির্বাচিত করেছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হালিম রানা, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক রাসেল রানা, আশরাফুল ইসলাম ওলি, রাসেল মিয়া মন্ডল, আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মোল্লা, কার্যকরি সদস্য ইসমাইল হোসেন জাবিউল্লাহ ও সদস্য এনামুল হক বিজয়কে নির্বাচিত করা হয়।
জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) সিরাজগঞ্জ জেলার সভাপতি আহসানুল কবির বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গত ৯ নভেম্বর চৌহালী উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন করেন।