রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
শীতের ফ্লোরে বসে পড়াশোনা, মাদ্রাসা শিক্ষার্থীদের এবার কার্পেটে স্বস্তি জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীর পদ্মার চরে বিজিবির অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল জব্দ জয়পুরহাটে মাঘের কুয়াশার শীতের ভোরে খেজুর গুড় তৈরীতে ব্যস্ত গাছীরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ‘সুন্দরী নন’ বলে সিনেমা হাতছাড়া হয় অস্কারজয়ী অভিনেত্রীর স্টারলিংক ব্যবহারেও মৃত্যুদণ্ডের ঝুঁকি ইরানে গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে কাউকে হারানোর বিশ্বাস আমার আছে দেশের বাজারে নতুন মডেলের দুই গাড়ি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশের বাজারে নতুন মডেলের দুই গাড়ি

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

যুক্তরাজ্যের গাড়ির ব্র্যান্ড এমজির ‘এইচএস’ সিরিজের নতুন মডেলের গাড়ি বাংলাদেশের বাজারে এনেছে র‌্যানকন ব্রিটিশ মোটরস। এ সিরিজে রয়েছে এইচএস হাইব্রিড প্লাস এবং এইচএস সুপার হাইব্রিড-এ দুই সংস্করণ। জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব প্রযুক্তি বিবেচনায় গাড়ি দুটি আনা হয়েছে। নতুন এ সিরিজের গাড়ির দাম শুরু ৪৯ লাখ টাকা থেকে। প্লাগ-ইন হাইব্রিড মডেলটির দাম প্রায় ৫৯ লাখ টাকা।

রাজধানীর র‌্যানকন কার হাব লিমিটেডের গুলশান বিক্রয় কেন্দ্রে অনুষ্ঠানের মাধ্যমে এমজি এইচএস সুপার হাইব্রিড এবং এমজি এইচএস হাইব্রিড প্লাস গাড়ি বিক্রির ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‌্যানকন কার হাব লিমিটেডের সেল্স টিমের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, এমজির দুই নতুন গাড়ি বাজারে পাওয়া যাবে। এর মধ্যে এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলটি একটি প্রচলিত হাইব্রিড গাড়ি। গাড়িটি ব্যাটারি ও জ্বালানি দুটিই ব্যবহার করে চলবে। এর দাম পড়বে ৪৯ লাখ টাকা। আর এমজি এইচএস সুপার হাইব্রিড প্লাস ধরনের গাড়িটি প্লাগ-ইন হাইব্রিড ধরনের। অর্থাৎ গাড়িটি শুধু বিদ্যুৎ ব্যবহার করেও চলতে পারে। আবার বিদ্যুৎ ও জ্বালানি এ দুই মাধ্যম ব্যবহার করেও চলতে পারে। এ মডেলের গাড়ির দাম পড়বে ৫৯ লাখ টাকা। আর টেস্ট ড্রাইভের জন্য যোগাযোগ করতে পারেন র‌্যানকন কার হাব লিমিটেডের বিক্রয় কেন্দ্রে।

তিনি আরও জানান, এইচএস সিরিজের এ গাড়িগুলো একই ধরনের বাজারের অন্যান্য এসইউভি গাড়ির তুলনায় দামে অনেকটাই সাশ্রয়ী। হাইব্রিড এসইউভি গাড়ির মধ্যে নতুন মানদণ্ড স্থাপন করবে উন্নত প্রযুক্তি, উচ্চ জ্বালানি দক্ষতার এ নতুন দুই মডেলের গাড়ি। এ দুই মডেলের গাড়ি ক্যাশমিয়ার সিলভার মেটালিক, পার্ল ব্ল্যাক মেটালিক, ডায়মন্ড রেড মেটালিক, লুনার গ্রে মেটালিক ও পার্ল ওয়াইট মেটালিক এ পাঁচ ধরনের রঙে পাওয়া যাবে। এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলের গাড়িটি তৈরি করা হয়েছে দৈনন্দিন ব্যবহারের জন্য। গাড়িটিতে রয়েছে এমজির স্মার্ট হাইব্রিড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ ২২১ দশমিক ৩ বিএইচপি (ব্রেক হর্সপাওয়ার) শক্তি উৎপাদন করতে সক্ষম। আর এমজি এইচএস সুপার হাইব্রিড মডেলের গাড়িটি মূলত প্লাগ-ইন হাইব্রিড ধরনের গাড়ি। যাঁরা বৈদ্যুতিক গাড়ি চালাতে চান, তাঁদের জন্য এ গাড়ি। ৫৯ লাখ টাকা মূল্যের এ গাড়িতে রয়েছে ২৪ দশমিক ৭ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ দিলে শুধু বিদ্যুৎ ব্যবহার করে গাড়িটি ১২০ কিলোমিটারের বেশি পথ চলতে পারে। আবার ব্যাটারির পূর্ণ চার্জ ও পূর্ণ জ্বালানি ট্যাংক একসঙ্গে চালালে গাড়িটি ১ হাজার কিলোমিটারের বেশি চলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর