রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে অবৈধ দেশীয় মদ উৎপাদন বন্ধে সেনা অভিযান: আটক -৪ বিদ্যুতের টাওয়ার চুরির সময় স্থানীয়দের হাতে চোর আটক ,২০ হাজার টাকার বিনিময়ে মুক্ত সিরাজগঞ্জে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দলিল ও খারিজ করার অভিযোগ বেলকুচিতে সন্ত্রাস-চাদাবাঁজির বিরুদ্ধে বিক্ষোভ সলঙ্গায় বৌভাতের দিন স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রথম স্ত্রীর আহাজারি নাগেশ্বরীতে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি,গ্রেফতার ২ ফেনীর পরশুরামে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ রাজশাহীর পুঠিয়া ধোপাপাড়ায় ২ কিমি রাস্তা যেনো অভিশপ্ত সদিয়া চাঁদপুর ইউপিতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই

নবীনদের প্রতারিত হওয়ার ঘটনার সিনেমা ‘রং ঢং’

অনলাইন ডেস্ক: / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

মুক্তির এক সপ্তাহ আগে ‘রং ঢং’ সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখা নতুন শিল্পীদের প্রতারিত হওয়ার ঘটনা নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক আহসান সারোয়ার। ‘রং ঢং’ মুক্তি পাবে শুক্রবার (০৮ নভেম্বর)।

ট্রেইলার মুক্তির পর ‘ইতিবাচক সাড়া পাচ্ছেন’ বলে জানিয়েছেন পরিচালক সারোয়ার। তিনি বলেন,দীর্ঘ সময় প্রতীক্ষার পর আমার সিনেমাটি আলোর মুখ দেখছে। ট্রেইলার মুক্তির পর খুব ভালো সাড়া পাচ্ছি। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
তিন বছর ধরে সেন্সরে আটকে থাকার পর গত বছর আপিলের মাধ্যমে ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। সরোয়ার বলেন, ছাড়পত্র পেতে সেন্সর বোর্ডে ‘রং ঢং’ জমা দিয়েছিলেন ২০১৯ সালে। ওই সময় কিছু বিষয়ে সংশোধন দেখিয়ে সিনেমাটি সেন্সরে আটকে দেওয়া হয়।

তিনি আরও বলেন, সংশোধন করে আবার জমা দেওয়া হলে, বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয়। যদিও ব্যান করার কোনো কারণ তারা দেখাতে পারেনি। তারপর সিনেমাটি নিয়ে আপিল বিভাগে যাই। সেখান থেকে গতবছর সিনেমাটির ছাড়পত্র মিলেছে।”

‘রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খানসহ আরও অনেকে।

২০১৬ সালে ‘রং ঢং’ এর শুটিং শুরু হয়েছিল। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, গাজীপুর, সিলেটসহ দেশের আরও কয়েকটি জায়গায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলেছে দৃশ্যধারণের কাজ। সে সময় সিনেমার দুটি গান ‘বয়স ১৬তে প্রেম’ ও ‘অদ্ভুত প্রেম আমার’ সোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল।

সিনেমায় সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, শামীম বুলেট, রোমান্স এবং তাসনুভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir