সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বর এলাকায় এ পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়ীয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ আঃ রশিদ ওরফে পল্টু (৫৫)।
কামারখন্দ সার্কেল এর সহকারী পুলিশ সুপার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা আব্দুর রশিদ নামে এক মাদক কারবারি ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।