বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

প্রতি মাসের ৩০ তারিখে আয়োজন করা হয় ‘মায়ের ঘর ‘

মারুফ সরকার,ঢাকা: / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২০ জুলাই, ২০২২, ৪:৪২ অপরাহ্ন

আসছে ৩০-০৭-২০২২ শনিবার, বিকেল ৩ টা মাটির মা ফাউন্ডেশন কেন্দ্রীয় অফিস তথা শালিয়াবহ চৌরাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটির মা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় মাসিক স্বরচিত কবিতা পাঠের আসর “মায়ের ঘর” র আয়োজন করা হয়েছে। গত মাসের বিজয়ীদের সনদপত্র প্রদান ও এ মাসের প্রতিযোগীদের কবি কণ্ঠে কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ে উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্য কে এগিয়ে নেবার প্রয়াসে নবীন লেখকদের উৎসাহ দেবার জন্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাটির মা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য আব্দুল কদ্দুস (অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা) এবং বিচারকমণ্ডলীদের প্রতি আমাদের আহ্বান থাকছে।সেই সাথে যাদের লেখা সেরা তাদের লেখা প্রকাশিত হয় মাটির মা সাহিত্য পত্রিকা মাসিক মায়ের ঘর এ। এবং বছর শেষে সেই সব লেখা দিয়ে “মাটির মা ” প্রকাশনী করে দিবে যৌথ বই।


উক্ত অনুষ্ঠানে একজন লেখক, সমাজসেবী, বিচারক অথবা মানবিকতা দিয়ে হলেও অংশগ্রহণ করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন মাটির মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মতিয়ারা মুক্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir