রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুতের টাওয়ার চুরির সময় স্থানীয়দের হাতে চোর আটক ,২০ হাজার টাকার বিনিময়ে মুক্ত সিরাজগঞ্জে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দলিল ও খারিজ করার অভিযোগ বেলকুচিতে সন্ত্রাস-চাদাবাঁজির বিরুদ্ধে বিক্ষোভ সলঙ্গায় বৌভাতের দিন স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রথম স্ত্রীর আহাজারি নাগেশ্বরীতে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি,গ্রেফতার ২ ফেনীর পরশুরামে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ রাজশাহীর পুঠিয়া ধোপাপাড়ায় ২ কিমি রাস্তা যেনো অভিশপ্ত সদিয়া চাঁদপুর ইউপিতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেফতার

দীর্ঘ ১৬ মাস পর সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহব্বায়ক কমিটি ঘোষনা

রিপোর্টারের নাম / ৪০৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৯:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৬ মাস ধরে যুবলীগের সাংগঠনিক কাঠামোবিহিন থাকার পর ৯০ দিনের আহবায়ক কমিটি পেল সিরাজগঞ্জ জেলা যুবলীগ। বিলুপ্ত কমিটির সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলকে আহবায়ক, মো: হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় কুমার সাহা, মো: আলহাজ্ব সরকারকে যুগ্ন আহবায়ক করে ৪১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান খান নিখিল ৯০ দিনের জন্য ৪১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেন।

জেলা যুবলীগের নবগঠিত কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সদস্য রাশেদ ইউসুফ জুয়েল বলেন রাত ৮টার দিকে জানান, এই মাত্র অনুমোদিত কমিটি পেয়েছি।

কেন্দ্রীয় যুবলীগের উপ – দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা বলেন, মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলা যুবলীগের ৪১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন চেয়ারম্যান।আগামী ৯০ দিনের মধ্যে জেলার সকল শাখার সম্মেলন সমাপ্তপূর্বক জেলার সম্মেলন করার জন্য বলা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ জুন জেলা যুবলীগের সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাশেদ ইউসুফ জুয়েল সভাপতি ও একরামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটির সাধারণ সম্পাদক একরামুল হককে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি এবং ৮ ফেব্রয়ারি এক সদস্যের (শুধু সভাপতি) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদ পেতে আগ্রহীদের জীবন বৃত্তান্ত পাঠানোর আহ্বান জানায় কেন্দ্রীয় যুবলীগ। এরপর ১৬ মাস ধরে কমিটিবিহিন ছিল জেলা যুবলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir