সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার জুম্মা নামাজ পর সিরাজগঞ্জ শহরের মাছুমপুরস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্যাপ্টেন এম মনসুর আলীর নাতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সংসদ সদস্য প্রার্থী শেহেরিন সেলিম রিপন।
তিনি বলেন, ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির কলঙ্কের দিন। এই দিনে কতোগুলো ক্ষমতা লোভী বিপথগামী সেনা, কুচক্রী ও ঘাতকের নির্মমতার শিকার হোন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি হত্যা করেছিল জাতির স্বপ্নকে। ইতিহাসের এই ঘৃণিত হত্যার মাধ্যমে বাংলাদেশকে ১০০ বছরে পিছিয়ে দিয়েছিল।
শুধু তাই নয় সাথে সাথে ধ্বংস করে দেওয়া হয়েছিল জাতির সভ্যতা, গণতন্ত্র ও সোনার বাংলাকে।
তিনি বলেন, আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঘাতকচক্র স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্রের যে কোনও অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সরকার গঠন করে স্বাধীনতা বিরোধী শক্তিকে চিরতরে বিনাশ করতে হবে।
এর আগে মাছুমপুর মসজিদে ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য, মাহান মুক্তিযুদ্ধের শহীদদেও রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।