আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারনায় মাঠে নেমেছেন। বিশেষ করে আওয়ামীলীগ দলীয় প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে যে কয়জন প্রার্থী মাঠে নেমেছেন তার মধ্যে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর দৌহিত্র শেহেরিন সেলিম রিপন নৌকার প্রচারনায় শীর্ষে রয়েছেন। তিনি মানুষের দৌড়গোড়ায় পৌছে বর্তমান সরকারের উন্নয়ন প্রচারনা চালিয়ে যাচ্ছেন। পায়ে হেটে হেটে গনসংযোগ করছেন।
তিনি মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, রিক্সা শ্রমিক, ছোট ছোট ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে ও বুকে টেনে নিয়ে তাদের হাতে শেখ হাসিনা সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট তুলে দিচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টানা চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে আহবান জানাচ্ছেন। গত কয়েকদিনের সিরাজগঞ্জ শহরের মাছুমপুর, কান্দাপাড়া, নিউ মার্কেট, চন্ডিদাসগাতী, কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট, জামতৈল ষ্টেশন পুর্বপাড় বাজার, পশ্চিমপাড় বাজারে ব্যাপক গনসংযোগ করেছেন। আওয়ামীলীগের প্রয়াত এমপি ড. মোহাম্মদ সেলিমের সন্তান মিষ্টভাষী শেহেরিন সেলিমের রিপনের আচরন ও বাচনভঙ্গি সাধারন খেটে খাওয়া শ্রমিক, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, ছোট ব্যবসায়ী, নারী-পুরুষ ও বয়োবৃদ্ধদের হৃদয় কেড়ে নিয়েছেন।
অনেক মুরুব্বী তার বাবার সততার প্রশংসা করে মাথায় বুলিয়ে দিয়ে বলছেন, আপনার বাবা যেমন স, যোগ্য ও বিনম্রী ছিলেন তেমনি আপনিও।
আপনাদের মতো মিষ্টভাষি, স”-যোগ্য এবং মিশুক শ্রেনীর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনোনয়ন পেলে সাধারন মানুষের হৃদয় জয় করে নিবেন। আপনার মতো একজন স’ ব্যক্তি সংসদ সদস্য হলে সিরাজগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে। সিরাজগঞ্জ শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে উন্নয়নের ছোয়া ত্বরান্বিত হবে। আপনার মতো শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হলে সরকার দ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। আপনি জনগনের দু:খ দুর্দশনা বোঝেন, জনগনের হৃদয়ের আশা আকাঙ্খা বোঝেন।
আপনি জনপ্রতিধি বলে জনগনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। এ সকল মানুষ জননেত্রী শেখ হাসিনাকে শেহেরিন সেলিম রিপনের মতো একজন স” , যোগ্য, শিক্ষিত, জনবান্ধব ও পরিশ্রমী ব্যক্তিকে মনোনয়ন দেয়ার দাবী জানান।
বাংলাদেশ বিনির্মাণের শেহেরিন সেলিমের রিপনের দাদা ক্যাপ্টেন এম. মনসুর আলীর অবদান যেমন অপরিসীম, তেমিন নিজের জীবন বিসর্জন দিয়ে প্রমান করে গেছেন বঙ্গবন্ধুর বিশ্বাসী সহচর ছিলেন। তাঁর অবদানের কথা উল্লেখ করে তরুণ ভোটাররা বলছেন, দেশ ও জাতিরজনক বঙ্গবন্ধুর জন্য আত্মবলিদানকারী শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর রক্ত যার শরীরে বহমান তিনি কখনো মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করতে পারবেন না। আমরা মনে করি শেহেরিন সেলিম রিপন মনোনয়ন পেলে তিনি নিজের সুখ, ভোগ-বিলাস বিসর্জন দিয়ে দেশ ও জনগন এবং সিরাজগঞ্জের মানুষের জন্য নিবেদিত প্রান হিসেবে কাজ করবেন।
শেহেরিন সেলিম রিপন বলেন, জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরনা-নেতৃত্বে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরন করে তার স্বপ্্েনর সোনার বাংলা গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত রেখে বাঙ্গালী জাতিকে সুখী ও সমৃদ্ধ করা এবং বাংলাদেশকে একটি দক্ষ জনশক্তির দেশ হিসেবে গড়ে তোলার কাজে অবদান রেখে নিজেকে দাদার মতো দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করাই আমার রাজনীতির মুল উদ্দেশ্যে। তিনি বলেন, আমার দাদা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী, বাবা ড. মোহাম্মদ সেলিম ও চাচা মোহাম্মদ নাসিম সরকারের গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করে শেষজীবন পর্যন্ত দেশ এবং সিরাজগঞ্জবাসীর জন্য কাজ করে গেছেন।
তৃতীয় প্রজন্ম হিসেবে আমিও সিরাজগঞ্জবাসীর পাশে থেকে তাদের জন্য কাজ করে যেতে চাই। সিরাজগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল ও স্বনির্ভর জেলা হিসেবে গড়তে চাই।
টিপিএন২৪/ এইচ এইচ