দ্বাদশ সংসদ নির্বাচনের আর মাস তিনেক বাকী। আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ক্যাপ্টেন এম. মনসুর আলীর বড় নাতি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত ড. মোহাম্মদ সেলিমের সন্তান শেহেরিন সেলিম রিপন। তিনি জনগনের মাঝে সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরছেন।
শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গীমুক্ত ও উন্নয়নশীল স্মার্ট বাংলাদেশ গঠনে নৌকা বিজয়ী করতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা। সাধারন ভোটারদের সাথে সভা-সমাবেশ ও বৈঠক করছেন। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মানুষের সাথে সরকারের উন্ননচিত্র তুলে ধরে মতবিনিময় করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তিনি রাতদিন কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে নৌকার প্রচার-প্রচারনায় সিরাজগঞ্জে তিনি শীর্ষে অবস্থান করছেন।
তারুণ্যের প্রতীক ও সুদর্শন, সততা, দক্ষতা সম্পন্ন, কর্মী ও জনবান্ধব নেতা হিসেবে নির্বাচনী এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বঙ্গবন্ধু এবং দেশের জন্য প্রাণ বিসর্জনকারী ক্যাপ্টেন এম. মনসুর আলীর নাতি হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অল্পদিনেই সিরাজগঞ্জের-২ আসনের সাধারন মানুষসহ দলের ত্যাগী নেতাকর্মীরা তার প্রতি আস্থাশীল পড়েছে। সাধারন মানুষ সততা, দক্ষতা, জনবান্ধবমুলক কর্মকান্ডে মুগ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে শেহেরিন সেলিম রিপনকে সিরাজগঞ্জ-২ আসনে মনোনয়ন দেবার আহবান জানিয়েছে।
অন্যদিকে, আওয়ামীলীগের হাইকমান্ডের বিভিন্ন সুত্র বলছেন, সংসদ সদস্য পদে মনোয়ন তালিকায় সিরাজগঞ্জ-২ আসনে শেহেরিন সেলিম রিপন এক নম্বর পজিশনে রয়েছেন। যে কোন পরিস্থিতিতে নৌকা প্রতীক নিয়ে তিনি লড়াই করলে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নৌকার জয়কে সুনিশ্চিত করতে পারবে বলে সুত্রটি নিশ্চিত করেছে।
নির্বাচনী এলাকার ভোটার ও সাধারন মানুষ বলছেন, শেহেরিন সেলিম রিপন যেন তার দাদা ক্যাপ্টেন এম. মনসুর আলীর প্রতিচ্ছবি হয়ে সিরাজগঞ্জে এসেছেন। তার দাদার গুনাবলী তার মধ্যে বিদ্যমান রয়েছে। দাদা ক্যাপ্টেন এম.মনসুর আলী যেমন বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে তার দিক নির্দেশনা মোতাবেক দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
সিরাজগঞ্জ তথা বাংলাদেশের হাজার হাজার মানুষকে চাকুরী, কর্মসংস্থানসহ বিভিন্ন সেবামুলক ও দেশের উন্নয়নে নানা কর্মকান্ড করেছেন। বঙ্গবন্ধুর প্রতি এতোটাই আস্থাশীল ছিলেন যে বঙ্গবন্ধুর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন তবুও বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা করেনি। তেমনি শেহেরিন সেলিম রিপনের আচরন-কাজকর্ম মধ্যেও তার দাদার প্রতিচ্ছবি হুবুহু ফুটে উঠেছে।
তিনিও দেশ ও সিরাজগঞ্জের মানুষের জন্য এমন কর্মকান্ড করবেন বলে তার তিন বছরের কর্মকান্ডে ফুটে উঠেছে। মাত্র অল্পদিনের কর্মকান্ডে মনে হয়েছে তিনিও বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে তাঁর দিকনির্দেশনায় সকল কর্মকান্ড বাস্তবায়ন করতে কাজ করে যাবেন।
শেহেরিন সেলিম রিপন বলেন, আমার দাদা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। বাবা ড. মোহাম্মদ সেলিম দেশের জন্য সততা নিয়ে কাজ করে গেছেন। তৃতীয় প্রজন্ম হিসেবে বাপ-দাদার মতো আমিও দেশের মানুষের জন্য কাজ করার প্রয়াস নিয়েই মাঠে নেমেছি। বঙ্গবন্ধু কন্যা সুযোগ দিলে তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভুমিকা এবং সিরাজগঞ্জকে উন্নত জেলা হিসেবে গঠন ও সাধারন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব-ইনআল্লাহ।