ডেনমার্কে শেষ হতে যাচ্ছে ৪০০ বছরের ডাক যোগাযোগ ব্যবস্থা। চিঠি বিতরণের প্রচলিত এই ঐতিহ্যের সমাপ্তি ঘটবে আগামী ৩০ ডিসেম্বর। এদিন বন্ধ হয়ে যাবে দেশটির রাষ্ট্রায়ত্ত ডাক পরিষেবা পোস্টনর্ড-এর কার্যক্রম। এর মধ্য দিয়ে ১৬২৪ সাল থেকে চালু থাকা ডেনিশ ডাক পরিষেবার ইতিহাসের শেষ অধ্যায় লেখা হবে।
ডেনমার্কে দ্রুত ডিজিটালাইজেশনের বিস্তার এবং চিঠির চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে পোস্টনর্ড। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি ডাক পরিষেবা বন্ধের ঘোষণা দেয়। চিঠির সংখ্যা এতটাই কমে গেছে যে পুরো সিস্টেম পরিচালনা আর লাভজনক নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডাক পরিষেবা বন্ধ হয়ে গেলে প্রায় ১৫০০ কর্মীর চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেশজুড়ে থাকা দেড় হাজার লাল রঙের পোস্টবক্সও সরিয়ে ফেলা হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি কেবল পার্সেল বা পণ্য সরবরাহে গুরুত্ব দেবে বলে জানানো হয়েছে।
ডেনমার্কে ইতোমধ্যে এক হাজার লাল পোস্টবক্স তুলে নিলামে বিক্রি করা হয়। মাত্র তিন ঘণ্টার মধ্যেই সব পোস্টবক্স বিক্রি হয়ে যায়। ভালো অবস্থার পোস্টবক্সের দাম ছিল দুই হাজার ড্যানিশ ক্রোনার এবং পুরোনোগুলোর দাম দেড় হাজার ক্রোনার নির্ধারণ করা হয়।
ডেনমার্ক বর্তমানে বিশ্বের অন্যতম ডিজিটালাইজড দেশ। দেশটির রাষ্ট্রীয় ডিজিটাল পরিচয় ব্যবস্থা মিটআইডি -এর আওতায় অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে সরকারি নথিতে স্বাক্ষর, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট—সবই এখন সম্পন্ন হয় ডিজিটাল মাধ্যমে। সরকারি সব যোগাযোগও সরাসরি ডিজিটাল পোস্টে পাঠানো হয়।
পোস্টনর্ড ডেনমার্কের উপপ্রধান নির্বাহী কিম পেডারসেন বলেন, ৪০০ বছর ধরে আমরা ডেনমার্কের ডাক পরিষেবা দিয়ে আসছি। তাই এটি আমাদের ইতিহাসের একটি কঠিন অধ্যায়। কিন্তু চিঠির সংখ্যা এতটাই কমে গেছে যে এই বাজার আর লাভজনক নেই।
সূত্র: দ্য গার্ডিয়ান