নিজস্ব প্রতিবেদক:
“নতুন বই সবাই নেব-লেখাপড়ায় মন নেব” শ্লোগানে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে বই উৎসব পালন করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ। এসময় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এলিজা খাতুন, স্কুল পরিদর্শক রবিউল হাসান মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য এ্যাড. রুহুল আমিন, আসলাম উদ্দিন ও নিয়ামুল কবির। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়। এছাড়াও স্কুলের ৬ষ্ঠ থেকে দশম শ্রেনীর সর্বোচ্চ মেধা সম্পন্ন ১৫জন শিক্ষার্থী এবং সর্বোচ্চ উপস্থিতির জন্য ২জন শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াই অভিভাবকগন উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ জানান, জেলায় মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার ৩ লাখ ৮৬ হাজার ১শ’ ৬৬ জন শিক্ষার্থীর হাতে ১৯ লাখ ৬৯ হাজার ৪শ’১৮ টি নতুন পাঠ্য বই তুলে দেয়া হয়েছে। এয়াড়া প্রাথমিক পর্যায়ে ৪ লাখ ১৯ হাজার ১শ’ ৫৪ জন শিক্ষার্থীর হাতে সকল পাঠ্য বই তুলে দেয়া হয়েছে।