নিজস্ব প্রতিবেদক:
গত ১৫ বছরে শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে সিরাজগঞ্জে গানে গানে নৌকা প্রতিকের প্রচার করলো বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা মুক্তমঞ্চে সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জান্নাত আরা তালুকদার হেনরীর পক্ষে প্রচারণা চালানো হয়। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এ প্রচারণা অনুষ্ঠানে সিরাজগঞ্জ ও ঢাকার কন্ঠশিল্পীরা উন্নয়নের গানে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান। প্রধান বক্তা ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ শাহ আলম। সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবী নেওয়াজ খান বিনু ও শামীমা আক্তার জলি।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা উপস্থিতি ছিলেন।