রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে শিশু কন্যাকে হত্যার পর বস্তাবন্দী করে পালাল সৎমা শিগগিরই ‘শক্তিশালী আন্দোলন’ শুরু হবে: নাহিদ টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা পুরান ঢাকায় সোহাগ হত্যা; আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: আনসার ডিজি আবারও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হতে পারে:স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অভিযান চলবে-জেলা প্রশাসক নুসরাত সুলতানা  টাঙ্গাইলে ঘাটাইলের জোরদিগিতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা  বিএনপির বিরুদ্ধে  ষড়যন্ত্রের প্রতিবাদে  কাজিপুরে বিক্ষোভ মিশিল  

নাট্যাধার আয়োজিত ৬ মাসব্যাপী ‘নাট্য রচনা কর্মশালা’ শুরু

রিপোর্টারের নাম / ২৮০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন

  • নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের অন্যতম নাট্য সংগঠন নাট্যাধার-এর আয়োজনে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাইমোহন হলে ৬ মাসব্যাপী ‘নাট্য রচনা কর্মশালা’ শুরু হয়েছে।

গত সোমবার সন্ধ্যা ৬টায় নাট্যাধার অধিকর্তা মাহমুদুল হাসান লালনের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক অধ্যাপক করুণা রানী সাহা। অতিথি ছিলেন কবি ও নাট্যকার বীর মুক্তিযোদ্ধা খ ম আখতার হোসেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, নাট্যকার ও গবেষক ড. তানভীর আহমেদ সিডনী। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক করুণা রানী সাহা বাংলাদেশের নাট্যকলার ইতিহাস, রূপ, রীতি, বিষয়-উপকরণ, নন্দনতত্ত্ব ও প্রায়োগিক বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন। কবি ও নাট্যকার খ ম আখতার হোসেন বলেন, সিরাজগঞ্জে নাট্য রচনা বিষয়ে এটিই প্রথম আয়োজন।

ব্যতিক্রমী এ আয়োজনের জন্য নাট্যাধারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আমাদের সময়ে এ ধরনের আয়োজন থাকলে, আমরা আরো ঋদ্ধ হতাম। নাট্যাধার অধিকর্তা মাহমুদুল হাসান লালন এ কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে জানান, এ কর্মশালার মাধ্যমে প্রাথমিকভাবে ২৫ জন নাট্যকার তৈরি করা হবে। যাদেরকে দিয়ে দ্বিতীয় ধাপে জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে।

কর্মশালার মাধ্যমে নতুন প্রজন্মের নতুন নাট্যকার, নির্দেশক, ডিজাইনার, অভিনেতাসহ শতাধিক প্রশিক্ষিত নাট্যকর্মী তৈরি হবে । যা আমাদের সৃজনশীল শিল্প আন্দোলনের গতিকে ত্বরান্বিত করবে।

কর্মশালার সমন্বয়ক কবি আলমগীর নিষাদ জানান, সিরাজগঞ্জের বিভিন্ন পেশা ও বয়সের বাছাই করা ২৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রতি সোমবার সন্ধ্যা ৬টায় এ কর্মশালা চলবে। আগামী ১৭ আগস্ট ২০২৪ তারিখে পাণ্ডুলিপি গ্রহণ, সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মশালা শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir