সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে শিশু কন্যাকে হত্যার পর বস্তাবন্দী করে পালাল সৎমা শিগগিরই ‘শক্তিশালী আন্দোলন’ শুরু হবে: নাহিদ টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা পুরান ঢাকায় সোহাগ হত্যা; আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: আনসার ডিজি আবারও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হতে পারে:স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অভিযান চলবে-জেলা প্রশাসক নুসরাত সুলতানা  টাঙ্গাইলে ঘাটাইলের জোরদিগিতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা  বিএনপির বিরুদ্ধে  ষড়যন্ত্রের প্রতিবাদে  কাজিপুরে বিক্ষোভ মিশিল  

আগামীর সুখী,সুন্দর,সমৃদ্ধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সময়ের ভাবনা।

লেখক:এম.এ.জলিল রানা / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে জিয়াউর রহমানের শাসনামল পর্যন্ত ইতিহাস যা বলে, এবং এরশদ,খালেদা, ওয়ান ইলেভেন এবং সর্বশেষ হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলের ৫ আগষ্ট-২০২৪ পর্যন্ত সরেজমিন বা বাস্তব প্রেক্ষাপট যা দেখেছি,জেনেছি,ও বুঝেছি এই ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে নির্দিধায় এতোটুকুন বলতে পরি যে,বিগত কোন সরকার-ই জনবান্ধব ছিল না বলে আমি দৃঢভাবে বিশ্বাস করি। বরং ক্ষমতার পালাবদলে দেশ জাতীর জন্য যে যতটুকুন করেছে,এটা দেশ জাতীর নূন্নতম প্রাপ্যতার চেয়েও অনেক কম বলে আমার কাছে বিবেচিত।বিপরীতে ক্ষমতাসীনরা জাতীর কাছে এটা প্রমানিত হয়েছে যে,(নির্বাচন এলে জনদরদী,ক্ষমতায় গেলে আখের গোছাতে বহুমাত্রিক অন্যায়,অপরাধ, দূর্ণীতি আর দখলবাজী)।

আগামীর সুখী,সুন্দর,সমৃদ্ধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সময়ের ভাবনা শুরু যেখানে। (১) দেশের মানুষকে অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে (যদিও দেশে নিরপেক্ষ মানুষ নেই তার পরেও) সৎ ও দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে।(২)একই ব্যক্তি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব দুই মেয়াদের বেশি পালন করতে পারবেন না।(৩) রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনতে হবে।(৪) দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার সহ সংসদীয় কমিটির ভোটিং সাপেক্ষে এসব প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে।(৫) সরকারী কর্মকর্তা কর্মচারীদের চাকরি থাকাকালীন রাজনীতি নিষিদ্ধ ও অবসরের ৫ বছরের মধ্যে নির্বাচনের অংশ গ্রহণ বেআইনী ঘোষণা করতে হবে।(৬)কর্মরত থাকাকালীন,সাংবাদিকদের রাজনীতি,আদাসরকারী চাকরিজীবি ও এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি ও সাংবাদিকতা নিষিদ্ধ করতে হবে।(৭)যে দলই ক্ষমতায় থাক,কোন রাজনৈতিক দলের নেতা-নেত্রীর ছবি সরকারী অফিস আদালত সহ সব ধরণের অফিসে টানানো নিষিদ্ধ করতে হবে।(৮)কাঠের ওপর স্বাধীন দেশের মানচিত্র খঁচিত লাল সবুজের পতাকা সম্বলিত অংকিত ছবি প্রতিটি অফিস-আদালতে স্থায়ীভাবে স্থাপন করতে হবে।(৯)দেশব্যাপী ছড়িয়ে থাকা অরক্ষিত বধ্যভূমি সংরক্ষণ এবং দেশব্যাপী একই আদলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরী নিশ্চিত করতে হবে।(১০)দেশে স্ব-স্ব ধর্মীয় অনুশাসনের আদলে সুশিক্ষায় মেধা তৈরী ও মেধা বিকাশের লক্ষ্যে,যোগ্যতা-মেধার ভিত্তিতে চাকরি,সততা ও দক্ষতায় পদায়ন এবং নিয়ম মাফিক বদলী নিশ্চিত করতে হবে।(১১) দেশব্যাপী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং কওমী মাদ্রাসার শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারীভাবে পরিদর্শণ চালু করতে হবে।

(১২)স্কুল,কলেজ ও মাদ্রাসা পরিচালনা কমিটিতে দলীয় লোক নিষিদ্ধ করতে হবে।(১৩) জাতীয় মসজিদ ও জেলা কেন্দ্রীয় মসজিদ ব্যতিত দেশব্যাপী সকল মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের জন্য সম্মানজনক সম্মানীভাতা চালু করতে হবে।(১৪) নেতা-নেত্রীর নাম করণে কোন ধরণের প্রতিষ্ঠানের নাম করণ হবে না এবং বিগত দিনে যে সব নাম করণ করা হয়েছে তা বাতিল করে স্থান বিশেষে নাম করণ করতে হবে।(১৫)কথিত ভিআইপি প্রথা বিলুপ্ত ও অফিস আদালতে স্যার বলে ডাকার নিয়ম বন্ধ করতে হবে।(১৬) নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্টে জরিমানার পরিবর্তে কারাদণ্ডের বিধান আনতে হবে।(১৭) সংবিধান যদি সংস্কার করতেই হয় তবে সেটি দেশ জাতীর কল্যাণে ও সময় উপযোগী হতে হবে।(১৮) কথিত সাদা প্রইভেট কার,কালোগ্লাসের মইক্রো এবং সাদা ও কালো পোশাকে তুলে নিয়ে যাওয়া বন্ধ করতে যে এলাকায় গ্রেফতার দেখানো হবে সেখানেই স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে সিজারলিষ্ট নিশ্চিত করতে হবে।(১৯) ইউপি থেকে জাতীয় সংসদ পর্যন্ত নির্বাচনে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে শিক্ষার বার আনতে হবে এবং জনস্বার্থে এমপি-মন্ত্রীদের সুযোগ সুবিধা কমাতে হবে।(২০)দেশে অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে প্রতিটি রাজনৈতিক দলে আশ্রীত অপরাধী নির্মূল পূর্বশর্ত।(২১) ধুমপান ও মদের বার নিষিদ্ধ করতে হবে এবং দেশে মাদকের ভয়াবহতা প্রতিরোধে দেশে মাদক উৎপাদন,আমদানী ও মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হবে।(২২) পঞ্চদশ সংশোধনী বাতিল করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী করণ করতে হবে।(২৩) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ সংশোধ, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিজ নিজ জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগের বিধান প্রবর্তন ও বিশেষ ক্ষমতা প্রদান করতে হবে।(২৪) বন্ধ মিল কল-কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির আলোকে অতিসাধারণ শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।(২৫) কৃষিতে ভর্তূকী বৃদ্ধি, সার-কীটনাশক ও কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রাংশের মুল্য নিয়ন্ত্রণ এবং উৎপাদিত সব ধরণের কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।(২৬) রাস্ট্রীয় সম্পদ লুটপাটকারী দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবৈধ সম্পদ রাস্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং অর্থপাচারে সহযোগীতাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে হবে।(২৭) দেশে সার্বজনীন মানবাধিকার সংরক্ষণ করতে হবে।(২৮)বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইন সহ সকল কালাকানুন বাতিল, মূল্য নির্ধারণ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বকেয়া বিল আদায়ে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

(২৯) বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধীকার দিতে হবে এবং বাংলাদেশ ভূখন্ডের মধ্যে কোনো ধরণের সন্ত্রাসী তৎপরতা বা সন্ত্রাসবাদী তৎপরতায় আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না।(৩০) দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে আরোও বেশী সু-সংগঠিত, সময়পযোগী ও সর্বোচ্চ দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে হবে এবং সীমান্ত হত্যা বন্ধে আন্তর্জাতিক সীমান্ত আইন বাস্তবায়ন এবং পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে হবে।(৩১) রাষ্ট্রীয়ভাবে নিবিড় জরিপের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের সঠিক তালিকা প্রণয়ন ও প্রকাশ এবং বিগত খালেদা-হাসিনার সময়ে তৈরী ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল করতে হবে।(৩২) বর্তমান দীপ্তময় যুব সমাজের ভিশন ও চিন্তা-চেতনাকে ধারণ করে আধুনিক ওসময়পযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে এবং বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে অতিঅল্প খরচে বিদেশে কর্মসংস্থান,দূতাবাসে হয়রানি বন্ধ ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

(৩৩) মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণ এবং জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে।(৩৪)। ডাক্তারদের ভিজিট পুনঃনির্ধারণ, ভূয়া ডাক্তার,অপচিকিৎসা ও অপ্রয়োজনীয় ওষুধ বন্ধে সময়পযোগী নীতিমালা প্রণয়ন করে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করণ এবং সকল প্রকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদির অতিউচ্চমূল রোধে কাঁচামাল ও উৎপাদন, বিপনণ ব্যয় বিবেচনা করে ওষুধের মূল্য পূণঃ নির্ধারণ করতে হবে।(৩৫)। যানজট নিরসনে সংক্রিয় ট্রাফিক সিগন্যাল আধুনীবরণ ,সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রশিক্ষণ,কাউন্সিলিং, ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে মাদকাক্ত,হাইপ্রেসার ও ব্রেইনে সমস্যা আছে পরীক্ষা-নিরীক্ষান মাধ্যমে এমন ব্যক্তিদের লাইসেন্স নাদেওয়া, প্রয়োজন মাফিক সড়কগুলোকে ওয়ান ওয়ে করা এবং সড়ক দুর্ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তির ব্যবস্থাকরতে হবে।
(আগামীর সুখী,সুন্দর,সমৃদ্ধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সময়ের ভাবনায় যা ছিল পুঁজী,দেশ জাতীর কল্যণে সবি লিখলাম আজি)।

লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট জয়পুরহাট:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir