রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

৬ বছরে প্রথমবার কোনো প্রশাসনিক কর্মকর্তার স্কুল পরিদর্শন; উপহার দিলেন সাইকেল-কম্বল

খাগড়াছড়ি প্রতিনিধি : / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে প্রত্যন্ত জনপদের তবলাপাড়া এলাকায় স্থানীয়দের উদ্যোগে গত ২০১৮ সালে নির্মাণ করা হয় ‘তবলাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’। ২০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৭০ জন। তবে নতুন বছরে এ সংখ্যা আরও বৃদ্ধির প্রত্যাশা।

বিদ্যালয়টি মানিকছড়ি উপজেলার মধ্যে হলেও পার্শ্ববর্তী গুইমারা ও রামগড় উপজেলার সীমানা ঘেঁষা। যার ফলে তিনটি উপজেলার সীমান্ত ঘেঁষা ও দুর্গম এলাকায় বিদ্যালয়টির অবস্থান হওয়ায় সরকারি-বেসরকারি সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অত্র শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া সরেজমিনে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যান। সেখানে গিয়ে বাঁশ, কাঠ ও টিনশেটের বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতি দেখে প্রথমেই মুগ্ধ হন ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া ও তার সফরসঙ্গী সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী।

এ সময় উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আগমনে আনন্দিত হন শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকরা। কারণ, প্রথমবার বিদ্যালয়টিতে কোনো প্রশাসনিক কর্মকর্তার আগমন ঘটেছে। পরে বিদ্যালয়ের মাঠে মুক্ত আলোচনা হয় শিক্ষার্থী, শিক্ষকসহ পরিচালনা পর্ষদের সাথে। এ সময় বিদ্যালয়ের অবকাঠামো, আসবাবপত্র ও নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। পরে সকল সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir