রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

দুই গ্রুপের সংঘর্ষে আ’লীগ কর্মীর মৃত্যু গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগ কর্মী রওশন আলম শেখ (৬৫) হত্যা মামলায় অভিযুক্ত জোনাইল ইউপি চেয়ারম্যান ও তার ছেলেসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে জোনাইল পাগলা বাজারে জোনাইল-রাজাপুর সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকালে জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম, ব্যবসায়ী সরদার আশরাফ ও মিনারুল ইসলাম, নিহতের স্ত্রী রেজিয়া বেগম, ভাই হাশেম আলী শেখ, সমাজসেবক শরিফুল ইসলাম ও মজির সরদার বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত বুধবার সন্ধ্যায় আওয়ামীলীগ কর্মী রওশন বাড়ির পাশে চা স্টলে বসেছিলেন। এ সময় দলীয় প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার ছেলে উপজেলা সৈনিক লীগের সম্পাদক সোহেল রানা পুটু¡র নেতৃত্বে ১৫-২০ জন পূর্ব বিরোধের জের ধরে রওশনসহ কয়েকজনকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে শনিবার নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তারা আত্নগোপনে থেকে নিহতের পরিবারের অন্যান্য সদস্যদেরও হত্যার হুমকি দিচ্ছেন। এ সময় বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। অন্যথায় আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে জানান তারা।

এ ব্যাপারে একাধিকবার কল দিলেও অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার ছেলের মোবাইল বন্ধ থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় উপজেলার দিঘইর গ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলম মারা যান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir