বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

স্কুলছাত্র হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি : / ২৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

সিলেটের বিশ্বনাথের স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবনসহ আরও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহীন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম, নজরুল আলম, সদরুল, সিরাজ উদ্দিন, জামাল, রাজন মিয়া শাহীন, আবদুল জলিল ও আনোয়ার হোসেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো, ইলিয়াছ মিয়া, আব্দুন নুর, জয়নাল, আশিক, আসকির মিয়া, ফরিদ মিয়া, আকবর মিয়া।

সংশ্লিষ্ট আদালতের পিপি কামাল হোসেন জানান, রায় ঘোষণার সময় দুই বছরের সাজাপ্রাপ্ত মামুনুর রশিদ ছাড়া বাকি সকল আসামি আদালতে হাজির ছিলেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ মে বিকেলে বিশ্বনাথ উপজেলার চৈতননগরের নজির উদ্দিন ও মানিক মিয়ার জমিতে জোরপূর্বকভাবে মাটি কাটতে যান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। মাটি কাটতে নিষেধ দেওয়ায় সাইফুল আলম ও তার বাহিনী বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে নজির উদ্দিন ও মানিক মিয়ার পক্ষের লোকজনের উপর হামলা চালায়। হামলায় স্কুলছাত্র সুমেল, তার বাবা আব্দুল মানিকসহ অন্তত ১০ জন আহত হন। সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে সুমেল মারা যায়। সুমেল স্থানীয় শাহজালাল (রহ.) উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir