মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

মারা গেছেন সেই ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা

অনলাইন ডেস্ক: / ২১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
-ফাইল ছবি।

বলিউড ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার প্রয়াত। আমির খানের ব্লকবাস্টার ফিল্ম ‘থ্রি ইডিয়টস’-এ তাঁকে রাগী অধ্যাপকের ভূমিকায় দেখা গিয়েছিল। তাঁর অভিনীত সেই চরিত্র আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রয়েছে। এ অভিনেতা গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অচ্যুত। এ অবস্থায় হঠাৎ মৃত্যু হলো তার। তবে সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ কারণে থানের জুপিটর হাসপাতালে ভর্তি ছিলেন এ প্রবীণ অভিনেতা।

এদিকে, এখনো এ দাপুটে অভিনেতার মৃত্যুর কারণ জানানো হয়নি। আজ মঙ্গলবার থানেতে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে অভিনেতা অচ্যুতের। আর তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।

উল্লেখ্য, ১৯৮০ সালের শেষ দিকে অভিনয়ে অভিষেক হয় অচ্যুতের। এর আগে দেশসেবায় নিয়োজিত রেখেছিলেন নিজেকে। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। তারপর ইন্ডিয়ান অয়েল সংস্থায়ও কাজ করেন। পরবর্তীতে টেলিভিশনের মাধ্যমে অভিনয়ে পা রাখা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

চলচ্চিত্র ক্যারিয়ারে ১২৫টি সিনেমায় অভিনয় করেছেন অচ্যুত। এর মধ্যে বলিউড ও মারাঠি ইন্ডাস্ট্রির সিনেমা উল্লেখযোগ্য। বলিউডে নির্মাতা বিধু বিনোদ চোপড়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার সিনেমাতেই বেশি দেখা গেছে। এর মধ্যে অন্যতম ‘থ্রি ইডিয়টস’। এতে কলেজের শ্রেণিকক্ষে অভিনেতা আমির খানের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘কেহেনা ক্যায়া চাহতে হো?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir