প্রয়াত বলিউড তারকা শ্রীদেবীর সম্পত্তির ভাগ চেয়ে হঠাৎ হাজির তিনজন। শুধুই কী তাই! শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুরকে রীতিমতো মানসিক চাপ ও হুমকি দিয়ে যাচ্ছেন তারা। সম্পত্তির ভাগ না দিলে নাকি বিপদে পড়বে শ্রীদেবীর পরিবার। বনি কাপুরের সঙ্গে ঘটেছে এমনি এক বিভ্রান্তিকর ঘটনা।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তামিল হাইকোর্টে সম্প্রতি একটি মামলা দায়ের করেছেন বনি কাপুর। এই মামলা অনুযায়ী, দক্ষিণের এক পরিবারের তিন ব্যক্তি শ্রীদেবীর সম্পত্তির ভাগ চেয়েছেন।
জানা গেছে, ১৯৮৮ সালে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে এই বাংলো বাড়িটি কেনেন শ্রীদেবী। ওই ব্যক্তির তিন ছেলে ও দুই মেয়ে। বনি কাপুরের দাবি, তাদের পরিবারের সম্মিলিত আইনি সম্মতিতেই এই বাংলোটি কিনেছিলেন শ্রীদেবী। কিন্তু এত বছর পরে অভিনেত্রীর এই সম্পত্তির তিনজন দাবিদার প্রকাশ্যে এসে পড়েছেন। এক নারী, যিনি বাড়ির তৎকালীন মালিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। বাকি দু’জন সেই দ্বিতীয় স্ত্রীর দুই পুত্র।
এই ঘটনার জেরে এ বার আদালতের দ্বারস্থ হয়েছেন বনি কাপুর। তিনি জানান, যখন শ্রীদেবী বাড়িটি কেনেন সেই সময় ওই মালিকের দ্বিতীয় স্ত্রী জীবিত ছিলেন। যিনি মারা যান ১৯৯৯ সালে। তবে সেই সময় বাড়ির মালিকের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিয়ে আইনসিদ্ধ ছিল না বলেই দাবি করেন অভিনেত্রীর স্বামী। আপাতত আদালতে এই মামলা বিচারাধীন রয়েছে। যে বাড়ি নিজের হাতে শখ করে সাজিয়েছিলেন, সেই বাড়ি কী হাতছাড়া হয়ে যাবে জাহ্নবী-খুশিদের? এটি জানতে আপাতত আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে।