বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মঙ্গলবার (১৯ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন করা হয়েছে। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ‘July Beyond Borders’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচ‍্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুয়ালামপুরস্থ হাইকমিশনের মিলনায়তনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গণ-অভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া জুলাই-আগস্ট গণ অভ‍্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ‍্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ওপর গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন হাইকমিশনার মো. শামীম আহসান।

উল্লেখ‍্য, ডিজিটাল মাধ‍্যমে এই প্রদর্শনীটি দূতাবাসে আগত সেবাপ্রার্থী ও দর্শনার্থীদের জন‍ আগামী সপ্তাহেও উন্মুক্ত থাকবে।

গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানের ওপর এবং অভ্যুত্থানে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদান নিয়ে নির্মিত ২টি পৃথক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষ‍্যে হাইকমিশনার শামীম আহসান অতিথিদের উদ্দেশ‍্যে বক্তব‍্য প্রদান করেন। বক্তৃতায় শুরুতেই তিনি ‘২৪ এর জুলাই অভ্যুত্থানের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের এবং রেমিট্যান্স যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ, রেমিট্যান্স যোদ্ধা, ছাত্র প্রতিনিধি, প্রবাসী সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir