বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

অনলাইন ডেস্ক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
-ফাইল ছবি

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসবে এই আসর। আজ শনিবার দল ঘোষণা করে বিসিবি।

বিশ্বকাপের আগে ২৫ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। দুটোই কলম্বোতে, তবে ভিন্ন দুই ভেন্যুতে। সেখানেই ২ অক্টোবর পাকিস্তান ম্যাচ দিয়ে মূল আসর শুরু করবেন জ্যোতিরা। এরপর ৭ অক্টোবর গোয়াহাটিতে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে টাইগ্রেসদের তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ড, ১০ অক্টোবর।

বিশাখাপত্তমে পরের দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে ১৩ ও ১৬ অক্টোবর। মুম্বাইয়ে মেয়েদের সর্বশেষ দুই ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভারত। ম্যাচ দুটো হবে ২০ ও ২৬ অক্টোবর।

বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আকতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আকতার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir